ভারত-পাকিস্তান সংঘাত

ভারতে পাকিস্তানের 'অপারেশন বুনিয়ান উল মারসুস' শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১০ই মে ২০২৫ ০৮:২৬:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। শনিবার (১০ই মে) ভোরে এ অভিযান চালানোর খবর পাওয়া গেছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভারতীয় আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই সামরিক হামলা শুরু করেছে পাকিস্তান সশস্ত্রবাহিনী।

নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে নির্দিষ্ট করে কোন কোন স্থানে হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

 

এর আগে, পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ভারত হামলা চালায়। এগুলো হলো নূর খান এয়ারবেজ, মুরিদ বেজ এবং শুরকোট এয়ারবেজ। ভারতীয় বিমান বাহিনী বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ঘাঁটিগুলোর ওপর আক্রমণ চালায় বলে উল্লেখ করা হয়েছে।

 

ডিবিসি/ নাসিফ

আরও পড়ুন