আন্তর্জাতিক, ভারত

ভারতে বডি শেমিং করায় বন্ধুকে খুন করে টয়লেটে ফেলে দিয়েছে দুই বন্ধু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৯ই আগস্ট ২০২৫ ০৪:১২:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বন্ধুর ‘বডি শেমিং’ বা শারীরিক গঠন নিয়ে করা নিয়মিত উপহাসের জেরে তাকে খুন করলো দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রামে।

নিহত ২০ বছর বয়সী যুবকের নাম কর্ণ। একটি স্কুলের শৌচাগারের ভেতর থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

 

এই সপ্তাহের শুরুতে ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন স্কুলের একজন শিক্ষিকা শৌচাগারে কর্ণের পচাগলা দেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ তদন্তে নামে এবং তিন দিন পর আকাশ ও শিব কুমার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

 

পুলিশের জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা খুনের কথা স্বীকার করে। তারা জানায়, গত ২রা ও ৩রা জুলাই রাতে তারা স্কুলে প্রবেশ করেছিল। সেই সময় পেশিবহুল চেহারার কর্ণ তাদের রোগা-পাতলা শরীর নিয়ে আবারও উপহাস করেন। নিয়মিত এই বিদ্রূপে বিরক্ত হয়ে অভিযুক্তদের একজন পাথর দিয়ে কর্ণের মাথায় আঘাত করে। এরপর অন্যজন কাঁচি দিয়ে তাকে আক্রমণ করে।

 

তদন্ত কর্মকর্তারা জানান, কর্ণের মৃত্যু নিশ্চিত করে তার দেহ স্কুলের শৌচাগারে ফেলে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, মরদেহটি পচে যাওয়ায় প্রাথমিকভাবে তা শনাক্ত করা কঠিন ছিল। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পাথর ও একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।

 

একজন পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা ৪ঠা আগস্ট একটি স্কুলে মরদেহ পাওয়ার খবর পাই। একজন শিক্ষিকা স্কুলের ভেতরে রক্তের দাগ দেখতে পেয়ে তা অনুসরণ করে শৌচাগারে মরদেহটি খুঁজে পান। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। বর্তমানে অভিযুক্তরা পুলিশি রিমান্ডে রয়েছে। রিমান্ড শেষে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।"

 

তথ্যসূত্র এনডিটিভি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন