আন্তর্জাতিক, ভারত

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১৮ তীর্থযাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ১২:৫৬:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ঝাড়খণ্ডের দেওঘর জেলায় জামুনিয়া গ্রামের কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন তীর্থযাত্রী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এই দৃশ্যকে "ভয়াবহ" বলে বর্ণনা করেছেন, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারপাশে চিৎকারের শব্দ শোনা যায়।

মঙ্গলবার (২৯শে জুলাই, ২০২৫) ভোরে মোহনপুর ব্লকের অন্তর্গত জামুনিয়া বনের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এটি শ্রাবণী মেলার সময় ঘটেছে, যখন হাজার হাজার ভক্ত বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে পবিত্র জল নিবেদন করতে ভ্রমণ করেন।

 

দেওঘরের সাংসদ নিশীকান্ত দুবে এক্স (পূর্বে টুইটার) এ একটি পোস্টে এই দুঃখজনক ঘটনার সত্যতা নিশ্চিত করে লিখেছেন, "আমার লোকসভা কেন্দ্র দেওঘরে, শ্রাবণ মাসে কানওয়ার যাত্রার সময় একটি বাস ও ট্রাকের দুর্ঘটনায় ১৮ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ জি তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।"

 

দুর্ঘটনাস্থলটি দেওঘরের মোহনপুর ব্লকে উত্তর-প্রবাহিত জামুনিয়া নদীর তীরে, একটি বিখ্যাত শিব-পার্বতী মন্দিরের কাছে অবস্থিত।

 

জানা গেছে, প্রায় ৩৫ জন ভক্ত বাবা বৈদ্যনাথ ধামে 'জল' (পবিত্র জল) নিবেদনের জন্য দেওঘরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে তাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ফলে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনার পর চারপাশে আর্তনাদ শোনা যায়। গাড়ির ধ্বংসাবশেষের ভেতরে বেশ কয়েকজন ভক্ত আটকা পড়েছিলেন। 

 

পুলিশ, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও মৃতদেহগুলো বের করে আনার জন্য কাজ শুরু করে।

 

আহতদের দ্রুত নিকটস্থ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং দেওঘর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

তথ্যসূত্র এনডিটিভি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন