খেলাধুলা, ক্রিকেট

ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দেয়নি আইসিসি: বিসিবি

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এর মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, বুধবারের মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময়সীমা বেধে দিয়েছে আইসিসি। তবে এই খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন, আইসিসির সাথে বৈঠকে সিদ্ধান্তের জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ বা আল্টিমেটাম নিয়ে আলোচনাই হয়নি।

 

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, শনিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আইসিসি বিসিবিকে বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে। এই প্রতিবেদনের প্রেক্ষিতেই বিসিবি তাদের অবস্থান পরিষ্কার করল।

 

আমজাদ হোসেন বলেন, গত শনিবার আইসিসির প্রতিনিধির সঙ্গে আমাদের সরাসরি বৈঠক হয়েছে। সেখানে আমরা স্পষ্ট জানিয়েছি, ভারতের ভেন্যুতে আমাদের পক্ষে খেলা সম্ভব নয়। আমরা বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়েছি। তারা বিষয়টি আইসিসিকে জানাবে এবং পরবর্তী সিদ্ধান্ত আমাদের জানাবে। এখানে কোনো নির্দিষ্ট তারিখের বিষয় উল্লেখ করা হয়নি।

 

জানা গেছে, ভারতে খেলা নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে এ পর্যন্ত দুই দফা বৈঠক হয়েছে (একটি ভিডিও কনফারেন্স ও একটি সরাসরি)। উভয় বৈঠকেই বিসিবি ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকেছে। 

 

অন্যদিকে, আইসিসিও জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। এমনকি গ্রুপ পরিবর্তনের যে প্রস্তাব বিসিবি দিয়েছিল, আইসিসি তাতেও সম্মত হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।

 

নিরাপত্তা ইস্যু ও বিকল্প দল বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আইসিসির স্বাধীন এজেন্সির প্রতিবেদনে ভারতে ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উঁচু বলে উল্লেখ করা হয়েছে। তবে আইসিসি বারবার আশ্বস্ত করেছে, কোনো দলের জন্যই সুনির্দিষ্ট বা সরাসরি কোনো হুমকি নেই।

 

যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে রাজি না হয় এবং বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে সুযোগ দেওয়া হতে পারে বলে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন