আন্তর্জাতিক, ভারত

ভারতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার সন্তান নিয়ে পালাল যুবক!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার এক বছরের শিশু সন্তানকে অপহরণ করে পালানোর সময় কানপুর থেকে হেমন্ত কুমার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত হেমন্ত বিহারের বাসিন্দা এবং দিল্লির কাপাশেরা এলাকার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি ওই নারীকে বিয়ের প্রস্তাব দিতে বিহার থেকে দিল্লিতে যান। তবে ওই নারী তাকে স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি বিবাহিত এবং তার এক বছরের একটি সন্তান রয়েছে, তাই এই বিয়ে সম্ভব নয়। 

 

এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে হেমন্ত ধারণা করেন শিশুটিই তাদের সম্পর্কের পথে একমাত্র বাধা। এরপর খেলনা কিনে দেয়ার নাম করে শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। সরাসরি দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে তিনি বিহারগামী বিক্রমশীলা এক্সপ্রেসে উঠে পড়েন। ট্রেনে শিশুটি কান্নাকাটি করলে সহযাত্রীদের কাছে তিনি মিথ্যা দাবি করেন যে, শিশুটির মা অসুস্থ এবং তিনি তাকে বিহারে দাদির কাছে নিয়ে যাচ্ছেন। 

 

এদিকে বাড়িতে সন্তানকে না পেয়ে মা যখন হেমন্তের সঙ্গে যোগাযোগ করেন, তখন তিনি হুমকি দেন যে বিহারে গিয়ে তাকে বিয়ে না করলে শিশুটিকে আর ফেরত দেওয়া হবে না। দিশেহারা মা দ্রুত কাপাশেরা থানায় অভিযোগ দায়ের করলে দিল্লি পুলিশ আরপিএফ-কে সতর্ক করে। রাত সাড়ে আটটার দিকে ট্রেনটি কানপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্তকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে।

 

পুলিশ দেখে হেমন্ত ভিড়ের মধ্যে লুকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পরে জেরায় তিনি স্বীকার করেন যে, প্রেমিকাকে বিয়ের জন্য বাধ্য করতেই তিনি এই কাজ করেছেন। বর্তমানে অভিযুক্ত ও উদ্ধার হওয়া শিশুকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

ডিবিসি/এমটি

আরও পড়ুন