ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
সোমবার (২৫শে আগস্ট) ভোরে তীর্থযাত্রীবাহী একটি ট্রাক্টর-ট্রলিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৪৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যেও ১২ জনের বয়স ১৮ বছরের নিচে। তীর্থযাত্রীরা একটি ট্রাক্টর-ট্রলিতে করে যাচ্ছিলেন, সেই সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।
খবর পেয়ে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করছেন তারা।
তথ্যসূত্র: দ্য হিন্দু
ডিবিসি/এমএআর