আন্তর্জাতিক, ভারত

ভারতে শ্বশুর বাড়ি থেকে বাইক না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে মারল স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই সেপ্টেম্বর ২০২৪ ০১:৫০:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তর প্রদেশের আমরোহাতে এ ঘটনা ঘটে। দুই বছর আগে বাইখেদা গ্রামের বাসিন্দা সুন্দার মিনা নামের এক নারীকে বিয়ে করেন সুন্দার নামের এক যুবক। বিয়ের পরই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আসছিল সে।

সুন্দারের দাবি ছিল শ্বশুর বাড়ি থেকে টিভিএস অ্যাপাসি বাইক এবং ৩ লাখ রুপি দিতে হবে। এজন্য সে তার স্ত্রীকে প্রায়ই মারধর করে এবং শ্বশুরের কাছে এগুলো চাইতে বাধ্য করে। খবর এনডিটিভির

 

এক পর্যায়ে মিনা নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবার বাড়িতে আশ্রয় নেন। সেখানেই প্রতিদিন মিনাকে দেখতে যেতেন সুন্দার। এ অবস্থায় রবিবার (১৫ই সেপ্টেম্বর) রাতে সে তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফেরেন।

 

স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পরই যৌতুকের দাবি করে ব্যাপক মারধর করে সুন্দার। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ ঘটনা জানাজানি হলে মিনার পরিবার পুলিশ স্টেশনে গিয়ে সুন্দারকে গ্রেপ্তারের দাবি করেন।

 
মিনার বাবা বিজয় খাদাক বানসি মেয়েকে হত্যার দায়ে সুন্দার ও তার মা এবং বোনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। 

 

ডিবিসি/এসএইচ 

আরও পড়ুন