ভারতের গুজরাট রাজ্যে গম্ভীরা নদীর উপর একটি সেতু ধসে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১০ই জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক ইউনূস এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, "গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।" তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে এই দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং ভারতের বন্ধুপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, "যাঁরা এই দুর্ঘটনায় তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁরা আমাদের প্রার্থনা ও ভাবনায় রয়েছেন। আমি আহত সকলের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।"
ডিবিসি/এএনটি