আন্তর্জাতিক, ভারত

ভারতে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে ২ কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে জুন ২০২৪ ০৭:৪০:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায় সেলফি তোলার সময় নৌকা থেকে গঙ্গা নদীতে পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) পয়াগপুর গঙ্গা ঘাটে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

সার্কেল অফিসার অরুণ কুমার বলেন, গতকাল তিন বন্ধু তৌহিদ (১৭), ফাহাদ (১৯) ও শান (১৮) পয়াগপুর গঙ্গাঘাটে যান। সেখানে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় চড়েন তারা। সেলফি তোলার এক পর্যায়ে নৌকার এক ধারে চলে গেলে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান তারা। ফাহাদ সাঁতার কেটে তীরে আসতে পারলেও প্রবল স্রোতে তৌহিদ ও শান ভেসে যায়।


এরপর তৌহিদ ও শানের খোঁজে নদীতে ডুবুরি দল মোতায়েন করা হয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর রবিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। তৌহিদ ও শানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন