আন্তর্জাতিক, ভারত

ভারতে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে 'বাংলাদেশি' আখ্যা দিয়ে মনজুর আলম লস্কর নামের এক বাঙালি মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ৩২ বছর বয়সী এই যুবক পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিহতের পরিবার দাবি করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, মনজুর আলম লস্কর গত প্রায় এক দশক ধরে অন্ধ্রপ্রদেশের ওই এলাকায় শ্রমিকের কাজ করে আসছিলেন। দীর্ঘ সময় সেখানে অবস্থান করলেও তাকে প্রায়ই 'বাংলাদেশি' বলে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হতো। গত মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মনজুরের স্ত্রীর কাছে ফোন করে তাকে অপহরণের কথা জানায় এবং ২৫ হাজার রুপি মুক্তিপণ দাবি করে। স্বামীর জীবন বাঁচাতে পরিবার কোনোভাবে ৬ হাজার রুপি সংগ্রহ করে অনলাইনে পাঠালেও শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে পরিবার জানতে পারে যে মনজুরকে হত্যা করা হয়েছে।

 

নিহতের বড় ভাই ও স্থানীয় রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গিয়াসউদ্দিন লস্কর অভিযোগ করেছেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং হিন্দুত্ববাদী উগ্রবাদীরাই এর পেছনে জড়িত। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, হত্যার আগে মনজুরকে প্রথমে 'বাংলাদেশি' তকমা দেওয়া হয় এবং পরে একটি চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। বর্তমানে টিডিপি-জেএসপি-বিজেপি জোট শাসিত অন্ধ্রপ্রদেশ সরকারের অধীনে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

 

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। দলটির দাবি, বিজেপি শাসিত বা তাদের মিত্র রাজ্যগুলোতে সংখ্যালঘু বাঙালি ভাষাভাষী শ্রমিকদের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাস চালানো হচ্ছে। 

 

সূত্র: দ্য টেলিগ্রাফ

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন