খেলাধুলা, ক্রিকেট

ভারত-অস্ট্রেলিয়ার মতো পরীক্ষার দল হয়নি বাংলাদেশ: খালেদ মাসুদ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে জুলাই ২০২৫ ০৮:৫৯:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করার জন্য ক্রিকেটারদের নয়, বরং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে দায়ী করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে, ভারত বা অস্ট্রেলিয়ার মতো দল বাংলাদেশ এখনও হয়ে ওঠেনি যে একাদশে এত ঘন ঘন পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে।

পাইলটের মতে, ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজে জয়ের মানসিকতা দেখা যায়নি। তবে তিনি মনে করেন, ব্যর্থ হলেও নাঈম শেখকে আরও সুযোগ দেওয়া উচিত।
 

আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মত কিছুটা ভিন্ন। তিনি মনে করেন, হোয়াইটওয়াশ করতে না পারাটা বড় বিষয় নয়, সিরিজ জয়ই মূল প্রাপ্তি। 

 

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায়। পাকিস্তান সিরিজ শেষে টাইগাররা আপাতত বিশ্রামে রয়েছে এবং আগস্টে স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন