ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের মুখোমুখি অবস্থান থেকে সরে এসে হামলা বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার (৮ই মে) জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের তিনটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক সীমানার ওপারে কোন পালটা হামলা চালায়নি। উত্তেজনা বৃদ্ধির জন্য অজুহাত কিংবা ভুয়া সাফল্য দেখানোর চেষ্টা করছে ভারত।
অন্যদিকে পাকিস্তানের হামলা প্রতিহত করার দাবি জানিয়ে যাচ্ছে ভারত। ভারতের হিমাচল, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর , লাদাখ, গুজরাট ও রাজস্থানের ২৪টি বিমানবন্দর বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি দেশের সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। সীমান্তে যুদ্ধাবস্থা চরমে পৌছানোয় ভারতের আখনুর অঞ্চলের শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
ডিবিসি/নাসিফ