বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতে চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে এপ্রিল ২০২৫ ১০:২২:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি ১৬ই এপ্রিল থেকে বন্ধ রয়েছে। এর অজুহাত দিয়ে সেখানকার বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা।

এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির মেয়াদ আরও এক মাস বাড়ানোর দাবি আমদানিকারকদের।

 

দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে হিলি দিয়ে গত ১৫ এপ্রিল পর্যন্ত চাল আমদানির অনুমোদন দেয় সরকার। ১৬ই এপ্রিল থেকে আমদানি বন্ধের পরই স্থলবন্দরটিতে দাম বেড়েছে খাদ্যপণ্যটির।

 

৫০ টাকার স্বর্ণা চাল ৫২ থেকে ৫৩ টাকা আর ৬৫ টাকার সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে ৬৭ থেকে ৬৮ টাকায়।

 

আমদানিকারকদের অভিযোগ, আমদানি করা বেশ কিছু চালবোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পড়েছে। মেয়াদ না বাড়লে ক্ষতির মুখে পড়বেন তাঁরা। বাজার স্থিতিশীল রাখতে মেয়াদ বাড়ানোর দাবি আমদানিকারকদের।

 

হিলি কাষ্টমস, দিনাজপুর এর রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, গত পাঁচমাসে স্থলবন্দরটি দিয়ে ভারতীয় ৬ হাজার ৪৮৩ ট্রাকে ২ লাখ ৭১ হাজার ১২৩ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

 

এদিকে হিলি স্থলবন্দরে চাল খালাসের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক ভারতীয় ট্রাক । দ্রুত এসব চাল খালাস করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান আমদানিকারকদের। 

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন