সরকারের অনুমতি পাওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ দুই মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
বুধবার দুপুরে মেসার্স ডি পি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান দুটি ভারতীয় ট্রাকে করে ৭৭ মেট্রিক টন চাল আমদানি করে। আমদানিকৃত এই চাল ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হয়েছে। গত বছরের ৩০শে নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর বাঁধন জানান, বর্তমানে মোট ৩২ জন আমদানিকারককে ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে দেশের বাজারে চালের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন