দিনাজপুরে সীমান্ত থেকে বিএসএফ'র ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কৃষক পরিবারের কাছে ফিরলেও এখনও আতঙ্ক কাটেনি তাদের।
ফেরার পর শনিবার (৩রা মে) পরিবারের সাথেই সময় কাটিয়েছেন। এর আগে শুক্রবার (২রা মে) সকাল ১১টায় বিরল উপজেলার ধর্মযৈন থেকে ভারতের সীমান্তরক্ষীদের হাতে আটক হন মাসুদ রানা এবং এনামুল ইসলাম।
এই ঘটনায় গ্রামবাসী ভারতীয় দুই নাগরিককে ধরে এনে বিজিবি’র হতে তুলে দেয়। পরে বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয়কে ছেড়ে দিলে ওইদিন রাত ৮টার দিকে বাড়ি ফেরেন তারা।
এদিকে পরিবারের কাছে ফিরে চোখেমুখে আনন্দের রেখা থাকলেও এখনও আতঙ্ক কাটেনি তাদের। শনিবার সারাদিন বাড়ির বাইরেও বের হয়নি। আটক হওয়ার পর থেকে প্রাণ যাওয়ার শঙ্কায় মুষড়ে পড়েছিলেন দুুইজনই যা এখনও পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন তারা।
ডিবিসি/ অমিত