ভারত-পাকিস্তান সংঘাত

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১০ই মে ২০২৫ ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জন্য দুই দেশই পরস্পরকে দোষারোপ করছে। তবে পারমাণবিক শক্তির আধার এই দুই দেশের যুদ্ধ প্রলম্বিত হলে প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশের করণীয় কি?

শুধু কি শান্তির বার্তা প্রেরণ আর যুদ্ধের বিরুদ্ধে বাণী দেয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ঢাকা? নাকি নিতে হবে আত্মরক্ষার প্রস্তুতি? ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ সব ক্ষেত্রে কতটা ক্ষতিগ্রস্ত হবে দেশ?

 

যুদ্ধের ডামাডোল বাজছে দক্ষিণ এশিয়ায়। শুধু পেশি শক্তি প্রদর্শন করতে গিয়ে ভূরাজনীতির, কতটা ক্ষতি করছে ভারত-পাকিস্তান? প্রতিবেশীদের জন্য কি বার্তা দিচ্ছে যুদ্ধের এই প্রস্তুতি?

 

প্রতিবেশী দুই দেশের উত্তেজনা না কমলে দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক ভূরাজনীতিতেও এর প্রভাব পড়বে। বাংলাদেশের জন্য জটিল হবে পরিস্থিতি, এমন মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।

 

আবার, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে পুরো দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, এতে বিনিয়োগ হারাতে পারে বাংলাদেশ। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ না চাইলেও, আগ বাড়িয়ে কোনো মধ্যস্ততা না করার নীতি নিয়েছে বাংলাদেশ।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন