খেলাধুলা, ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচের সময় পরিবর্তন, নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

খেলা, ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০২৪ ০৪:৪৮:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারী এশিয়া কাপের নবম আসেরর পর্দা উঠবে আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার ডাম্বুলায়। এই টুর্নামেন্টের আগের সূচি অনুযায়ী এশিয়া দুই পরাশক্তি ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ায় কথা ছিল ২১ জুলাই। তবে সূচিতে পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

পরিবর্তিত সূচি অনুযায়ী উদ্বোধনী দিনের বিকালে নেপালের বিপক্ষে মাঠে নামবে আরব আমিরাত। এরপর সন্ধ্যায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ১৯ জুলাই ও ২১ জুলাইয়ের সূচিতে কিছু পরিবর্তন আসলেও অন্যগুলো আগের মতোই থাকছে।

 

গতবার সাতটি দল অংশ নিলেও এবারের আসরে দলের সংখ্যা আটটি। সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। দল সংখ্যা একটি বাড়ার কারণে বদল এসেছে ফরম্যাটেও। গত আসরে গ্রুপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হয়।

 

কিন্তু এবার আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’ তে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও আরব আমিরাত। আর গ্রুপ ‘বি’ তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।

 

ডিবিসি/ এসএইচ

আরও পড়ুন