ভারত পাকিস্তানের যুদ্ধ ঘিরে সীমান্তপাড়ের বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারত-বাংলাদেশের সীমান্তগুলোতে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। শূণ্যরেখা সংলগ্ন বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।
কৃষক, রাখাল, মাঝিসহ স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যেতে সতর্ক করে মাইকিং করেছে বিজিবি। একই সাথে অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিজিবির কড়া নজরদারি দেখা গেছে। বিশেষ করে ভারতের কাঁটা তারের বেড়াবিহীন সীমান্তগুলোতে বাই সাইকেলে পেট্রোলিং করছে বিজিবির টহল দল। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ১৫ জনকে আটক করেছে বিজিবি।
যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও অন্তত শতাধিক লোক ভারত থেকে প্রবেশ করে। তবে তাদের মধ্যে কত জন ভারতীয় নাগরিক, আর কত জন বাংলাদেশ নাগরিক সেটি নিশ্চিত হওয়া যায়নি।
অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন ও তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাতক্ষীরার ২০৩ কিলোমিটার সীমান্ত এলাকায়।
ডিবিসি/ অমিত