ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
শুক্রবার (২রা মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। চলমান এ উত্তেজনার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন।
ডিবিসি/ অমিত