ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) দুই দিনের সফরে ভারত আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তাঁর এই সফরকে কেন্দ্র করে দিল্লিতে গড়ে তোলা হয়েছে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দিল্লি পৌঁছাবেন এবং রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন।
নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের কর্মীদের পাশাপাশি ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পর্যবেক্ষণ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সফরের দ্বিতীয় দিন শুক্রবার রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এবং হায়দরাবাদ হাউসে মূল সম্মেলনে যোগ দেবেন।
ডিবিসি/এসএফএল