জেলার সংবাদ, আইন ও কানুন

ভার্চুয়াল কোর্ট পরিচালনা না করার ঘোষণা আইনজীবী সমিতির

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই মে ২০২০ ০৩:৫১:২১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্ট পরিচালনা না করার ঘোষণা জেলা আইনজীবী সমিতির।

করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও লকডাউনের কারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বিচার কাজ পরিচালনার অধ্যাদেশ জারি হয়েছে। কিন্তু, করোনাকালীন এ ভার্চুয়াল কোর্ট পরিচালনা না করার ঘোষণা দিয়েছে জামালপুর আইনজীবী সমিতি।

মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির এক জরুরি সভায় এই ঘোষণা দেয়া হয়। জামালপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি আমানউল্লাহ আকাশের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনজীবী সমিতির সভাপতি আমানউল্লাহ আকাশ জানান, লকডাউনের কারণে নিম্ন আদালত ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার ক্ষেত্রে বিচারকসহ আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতা এবং প্রশিক্ষণের অভাব থাকায় জটিলতা রয়েছে। এছাড়াও হাজতি, আসামি ও আত্মসমর্পণকারী আসামিদের জামিনের ক্ষেত্রে পরিষ্কার নির্দেশনা নেই।

ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট পরিচালনায় অনেক অসঙ্গতি থাকায় কোর্ট পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এই পদ্ধতির পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন