জেলার সংবাদ

ভাষার মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫০:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। বায়ান্নর ভাষা আন্দোলনসহ বাঙালির নানা সংগ্রামের ইতিহাসকে দেয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের দেয়ালে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে দেয়ালে রংতুলির নিপুণ আঁচড় দিচ্ছেন শিল্পীরা। আর এই কার্যক্রম চলছে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে।

দেয়ালজুড়ে শোভা পাচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির সংগ্রামের নানা চিত্র। নবনিযুক্ত পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্তি পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, ভাষা আন্দোলনসহ মুক্তিযুদ্ধের সময়ের নানা ঘটনা দেয়াল চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধারার জন্যেই এই উদ্যোগ।

আরও পড়ুন