ভিয়েনার রেস্তোরাঁয় খাবার খেতে যাওয়া তিন ইসরায়েলিকে তাড়িয়ে দিয়েছে ওয়েটার। গত শুক্রবার (২৫শে জুলাই) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঘটেছে এই ঘটনা।
তাদের মধ্যে ইসরায়েলে খ্যাতি পাওয়া আমিত পেলেদ নামে এক বাদ্যযন্ত্র বাদক ছিলেন। ঘটনাটি নিয়ে ইনস্টাগ্রামে পেলেদ বলেছেন, অপর দুইজনকে নিয়ে গত শুক্রবার ভিয়েনার একটি ইতালিয়ান রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। ওই সময় তারা হিব্রু ভাষায় কথা বলছিলেন। আর এ ভাষা শুনতেই ক্ষেপে যান ওয়েটার।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “আমাদের অর্ডার নেওয়ার পর ওয়েটার হঠাৎ ফিরে এসে জিজ্ঞেস করেন আমরা কোন ভাষায় কথা বলছি। আমি সুন্দর করে বলি ইংরেজি আর জার্মান। ওয়েটার বলেন ‘না না আপনারা এখন কোন ভাষায় কথা বলছেন’। আমি উত্তর দেই হিব্রুতে।”
পেলেদ লিখেন, “ওয়েটার সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাদের খাবার দিতে পারব না।” এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে যান। তবে তিনি বেশি আশ্চর্য হয়েছেন, রেস্তোরাঁটিতে থাকা অন্যরা কোনো কিছুই না বলায়।
এ দখলদার লিখেছেন, “আমাদের সবচেয়ে বেশি আঘাত করেছে, অনেকে আমাদের দিকে সহানুভূতির চোখে তাকান। কিন্তু তারা আবার নিরবে তাদের খাবারে মনযোগ দেন। যেন কিছুই হয়নি।”
তথ্যসূত্র: টাইমস অফ ইসরায়েল
ডিবিসি/এমএআর