পারিবারিক ভিজিট ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে কুয়েত সরকার। এখন থেকে প্রাথমিকভাবে তিন মাসের ভিজিট ভিসা প্রদান করা হবে, যা পরে ছয় মাস অথবা সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। এই সিদ্ধান্তের মাধ্যমে কুয়েতকে একটি উন্মুক্ত, পর্যটন ও বাণিজ্যবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে দেশটি।
কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ সম্প্রতি আরব টাইমস এবং আল-সেয়াসাহ পত্রিকার সম্পাদক আহমেদ আল-জারাল্লাহর সঙ্গে টেলিফোন আলাপের সময় এসব তথ্য জানান।
ভিসা প্রক্রিয়ায় নতুন পরিবর্তন অনুযায়ী, আগে যেসব ভিসাধারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সে আসতে হতো, এখন তাদের জন্য এই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য এয়ারলাইন্সও পরিবারভিত্তিক ভিসাধারীদের পরিবহন করতে পারবে।
এর আগে দেওয়া হতো একক অথবা মাল্টিপল এন্ট্রি ভিসা, কিন্তু এখন তিন মাসের ভিসা চালু হচ্ছে। প্রয়োজনে এটি ৬ মাস বা এক বছর পর্যন্ত বাড়ানো যাবে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে। এছাড়া আগে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়দের ভিসা দেওয়া হলেও এখন চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়দের ভিসার আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের আর ডিগ্রিধারী হওয়ার প্রমাণও দিতে হবে না।
শেখ ফাহাদ স্পষ্ট করে বলেন, যারা দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারে না বা নিছক ভিজিটের নাম করে স্থায়ীভাবে থেকে যেতে চায়, তাদের ভিসা দেওয়া হবে না। আবেদনকারীদের নিজেদের খরচ চালানোর সামর্থ্য থাকতে হবে অথবা স্পনসরের সেই সক্ষমতা থাকতে হবে।
সূত্র: আরব টাইমস
ডিবিসি/এমএআর