বাংলাদেশ, জেলার সংবাদ

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু, ছেলে হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১২ই অক্টোবর ২০২৪ ০৬:৪৫:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও একজন। শনিবার (১২ই অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মাওলানা আবুল কাসেম (৪৮) ও তার কন্যা লাবিবা (৮)।


পরিবার ও পুলিশ সূত্র জানায়, মাওলানা আবুল কাসেম পেশায় স্থানীয় ধোবাউড়ার দুধনই বাজারের মসজিদের ইমাম ছিলেন। তার ছেলেও ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যা কবলিত। সকালে বাড়ি থেকে নৌকায় বাজারের উদ্দেশ্যে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার ২ শিশু সন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শত শত ভিমরুল নৌকার যাত্রীদের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থাতে হাসপাতালে নেওয়ার পর বাবা-মেয়ের মৃত্যু হয়।


ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/এসএইচ 

আরও পড়ুন