ভিয়েতনামের বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র হা লং উপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৮ শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ‘উইফা’ নামক সামুদ্রিক ঝড় উপকূলে আঘাত হানার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নৌকাটিতে মোট ৫৩ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হচ্ছিল। উদ্ধারকারী দল ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে, নৌকার বেশিরভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা পর্যটক পরিবার এবং আরোহীদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু ছিল।
উদ্ধার পাওয়া ১০ বছর বয়সী একটি শিশু জানায়, “আমি একটি গভীর শ্বাস নিয়েছিলাম, একটি ফাঁক দিয়ে সাঁতরে বেরিয়ে এসে ডুব দিই, তারপর উপরে উঠে আসি। আমি সাহায্যের জন্য চিৎকারও করেছিলাম, এরপর সেনারা একটি নৌকায় আমাকে টেনে তোলে।”
এই ঘটনায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ "ঘটনার কারণ অনুসন্ধান ও উদঘাটন করবে।"
উল্লেখ্য, হা লং উপসাগর ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও চুনাপাথরের দ্বীপ দেখতে আসেন। গত বছরও টাইফুন ইয়াগির প্রভাবে এখানকার উপকূলে ৩০টি জাহাজ ডুবে গিয়েছিল।
ডিবিসি/আরএসএল