বিবিধ

ভিসা ক্যাম্পেইনে বিজয়ী হলেন আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিজিটাল পেমেন্টের বিশ্বব্যাপী সমাদৃত জনপ্রিয় গেটওয়ে, ভিসা (VISA) এবং আইএফআইসি ব্যাংক এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস-বর্ডার ক্যাম্পেইন’ (আগস্ট–সেপ্টেম্বর ২০২৫)-এ সর্বোচ্চ লেনদেনকারীকে পুরস্কৃত করেছে আইএফআইসি ব্যাংক।

রবিবার (২১শে ডিসেম্বর, ২০২৫)ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ী - আইএফআইসি ব্যাংকের গ্রাহক জনাব শাহরিয়ার আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ইসলাম গার্মেন্টস লিমিটেড) কে পুরষ্কার প্রদান করা হয়। এ সময় তার হাতে এক লক্ষ টাকার গিফট ভাউচার তুলে দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান)জনাব সাব্বির আহমেদ। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।    

 

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বিজয়ীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি গ্রাহকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বিজয়ী গ্রাহক তাঁর নিজের অনুভূতি প্রকাশ করেন এবং আইএফআইসি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে নিরবিচ্ছিন্ন সেবা পাওয়ায় আইএফআইসি ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন