বিবিধ

ভুয়া কপিরাইট ক্লেইম করে রিমুভ করা হয়েছে দ্য ডিসেন্ট এর ফেসবুক পেইজ

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংঘবদ্ধ সাইবার আক্রমণের মুখে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট দ্য ডিসেন্ট-এর ফেসবুক পেইজটি সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত কয়েক সপ্তাহ ধরে সিরিজ ভুয়া কপিরাইট ক্লেইমের পর আজ শনিবার বিকালে দ্য ডিসেন্ট এর ফেসবুক পেইজ রিমুভ করার নোটিফিকেশন দেয় ফেসবুক।

 

গত ডিসেম্বরে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত করার পর থেকেই দ্য ডিসেন্ট-এর ফেসবুক পেইজে অব্যাহত সাইবার আক্রমণ পরিলক্ষীত হয়। ১২ ডিসেম্বর ওসমান হাদির উপর হামলার পর হত্যাকাণ্ডে জড়িতদের সর্বপ্রথম শনাক্ত করে দ্য ডিসেন্ট। তখন থেকে আজ জানুয়ারির ১৭ তারিখ পর্যন্ত সিরিজ ভুয়া কপিরাইট ক্লেইমের ফলে দ্য ডিসেন্ট-এর ফেসবুক পেইজ থেকে অন্তত ৯টি পোস্ট স্থায়ীভাবে ডিলেট করে দেয় ফেসবুক। এছাড়াও আরও কয়েকটি পোস্ট ডিলেট হলেও পরবর্তীতে রিভিউ আবেদনের ফলে ফিরে আসে।

 

সংঘবদ্ধ রিপোর্ট ও ভুয়া কপিরাইট ক্লেইম নিয়ে গত ৬ জানুয়ারি দ্য ডিসেন্ট-এ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়েছিল কিভাবে ভুয়া কপিরাইট ক্লেইমের শিকার হয়ে দ্য ডিসেন্ট-সহ আরও অনেকের ফেসবুক পোস্ট ডিলেট হয়ে যায়। প্রতিবেদনে ভুয়া কপিরাইট ক্লেইমের সংঘবদ্ধ চক্রকেও শনাক্ত করে দ্য ডিসেন্ট। (https://shorturl.at/mJuJj)

 

সংঘবদ্ধ চক্রের ভুয়া কপিরাইট ক্লেইম ও রিপোর্টের উপর ভিত্তি করে যাচাই করা ছাড়া ফেসবুক থেকে কন্টেন্ট সরিয়ে ফেলার নীতি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মনে করেন দ্য ডিসেন্ট এর সম্পাদক কদরুদ্দীন শিশির।

 

"এটি বাংলাদেশে মেটার দুর্বল কন্টেন্ট মডারেশন ও মনিটরিং ব্যবস্থার প্রতিফলন বলে আমরা মনে করি", বলেন তিনি।

 

তিনি আরও জানান, দ্য ডিসেন্ট এর ফেসবুক পেইজটি দ্রুত ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন