বাংলাদেশ, রাজনীতি

ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ফাঁদ, সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে জুলাই ২০২৫ ১২:৫৪:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছে।'

শুক্রবার (২৫শে জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আমি দলের সবপর্যায়ের নেতাকর্মীদের অবগত করছি যে, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত।

 

তিনি বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট, ভুয়া এবং ভিত্তিহীন। রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার জাল স্বাক্ষর ব্যবহার করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন