আন্তর্জাতিক, বিনোদন

ভূতুড়ে পুতুল অ্যানাবেল ও তার বাড়ি কিনলেন মার্কিন কৌতুকাভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৩রা আগস্ট ২০২৫ ১২:৫২:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভূতুড়ে পুতুল ‘অ্যানাবেল’-এর মালিকানা এখন মার্কিন কৌতুকাভিনেতা ম্যাট রাইফের হাতে। বিখ্যাত প্যারানরমাল গবেষক এড এবং লরেন ওয়ারেনের বাড়ি ও জাদুঘরের সঙ্গে সঙ্গে কুখ্যাত এই পুতুলটিও কিনে নিয়েছেন ম্যাট রাইফ ও তার বন্ধু এলটন ক্যাস্টি।

কানেকটিকাটের এই জাদুঘরে ১৯৭০-এর দশক থেকে বিভিন্ন অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত বলে পরিচিত অ্যানাবেল পুতুলটি রাখা ছিল। বিভিন্ন সিনেমায়  অ্যানাবেলকে ভয়ঙ্ককর ভাবে উপস্থাপন করলেও, বাস্তবের অ্যানাবেল দেখতে ভৌতিক নয়, সাধারণ পুতুলের মতো।

 

রাইফ টিকটকে এক ভিডিওতে জানান, এড এবং লরেন ওয়ারেন ভূতের অস্তিত্ব, প্যারানরমাল তদন্তের বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিলেন। রাইফ নিজে এসব বিষয় নিয়ে খুবই আগ্রহী এবং ‘দ্য কনজ্যুরিং’ সিরিজের বড় ভক্ত। এই আগ্রহ থেকেই তিনি ওয়ারেনদের বাড়ি ও জাদুঘর কেনার সিদ্ধান্ত নেন।

 

হাসতে হাসতে তিনি বলেন, “এটা আমার সবচেয়ে অদ্ভুত শখ, কিন্তু দারুণ মজার। আমার হয়তো ডাকটিকিট সংগ্রহ করা উচিত ছিল, সেটা হয়তো আরও নিরাপদ হতো।”

 

তবে নতুন মালিকদের বাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে কিছু অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি সারিয়ে নিতে হবে বলে জানা গেছে। সহ-মালিক এলটন ক্যাস্টি রাইফের পোস্টের নিচে মন্তব্য করে বলেন, “আমরা বিশ্বাস করতে পারছি না যে আমরাই নতুন মালিক। আমরা এই বাড়িটিকে পৃথিবীর সেরা প্যারানরমাল তদন্ত কেন্দ্র হিসেবে গড়ে তুলব।”

 

২০১৯ সালে কিছু আইনি জটিলতার কারণে এড এবং লরেন ওয়ারেনের এই বাড়ি ও জাদুঘরটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন নতুন মালিকেরা এটিকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন।

 

তথ্যসূত্র নিউজ ইয়র্ক পোস্ট

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন