আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে তিউনিসিয়া উপকূলের অদূরে এক ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৫০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২৫ জানুয়ারি) রাতে উদ্ধারকৃত এক যাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম ‘টাইমস অফ মাল্টা’ এই খবর নিশ্চিত করেছে।

মাল্টার সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) তিউনিসিয়া উপকূলের কাছে সাগর থেকে একটি মালবাহী জাহাজ ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে মাল্টায় নিয়ে যাওয়া হয়। অভিবাসীদের সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে যে, উদ্ধারকৃত ব্যক্তি তাদের কাছে দাবি করেছেন তার সঙ্গে থাকা আরও ৫০ জন যাত্রী সাগরে প্রাণ হারিয়েছেন। তিউনিসিয়া থেকে রওনা হওয়া ওই নৌকাটি ডুবে যাওয়ার পর উদ্ধারের আগ পর্যন্ত তিনি প্রায় ২৪ ঘণ্টা পানিতে ভাসছিলেন।

 

গত সপ্তাহে তিউনিসিয়া থেকে ছেড়ে আসা তিনটি নৌকার প্রায় ১৫০ জন যাত্রী নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল ‘অ্যালার্ম ফোন’। সাম্প্রতিক এই নৌকাডুবিটি সেই নিখোঁজ হওয়া আলোগুলোর একটি কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

 

সূত্র: আনাদুলু এজেন্সি

 

ডিবিসি/তুবা

আরও পড়ুন