ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি মনে করেন, আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকাটাই এখন সময়ের দাবি।
রবিবার (২৩শে নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপদেষ্টা জানান, ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি হিসেবে স্কুলগুলোকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই, তাই শিক্ষা কার্যক্রম বন্ধ না করে সতর্কতামূলক ব্যবস্থার ওপরই জোর দিচ্ছেন তিনি।
প্রাথমিক শিক্ষার প্রশাসনিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ খালি পড়ে আছে। মূলত উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এই দীর্ঘদিনের পদোন্নতি প্রক্রিয়া আটকে আছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আশ্বস্ত করেন, মামলার জট খোলার জন্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনি জটিলতা কাটলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। পদোন্নতির ফলে যেসব সহকারী শিক্ষকের পদ শূন্য হবে, সেখানেও নতুন করে নিয়োগ দেওয়া হবে। এছাড়া শিক্ষক সংকট কাটাতে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথাও উল্লেখ করেন তিনি।
ডিবিসি/এফএইচআর