রাজধানী ঢাকায় সাম্প্রতিক সময়ে পরপর কয়েক দফায় অনুভূত ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ৩০০টি ছোট-বড় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
সোমবার (২৪শে নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউক আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে রাজউক চেয়ারম্যান জানান, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় তিনি সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ভবন নির্মাণের অনুমোদন ও অনিয়ম প্রসঙ্গে রিয়াজুল ইসলাম বলেন, রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না এবং যথাযথ নিয়ম মেনেই ভবনের অনুমোদন দেওয়া হয়। তিনি স্পষ্ট করেন যে, রাজউক কাউকে ভবনের নকশা বা প্ল্যান করে দেয় না।
তিনি আরও বলেন, ‘‘বাড়িওয়ালাদের নিযুক্ত প্রকৌশলী বা স্থপতিরাই রাজউকের নিয়ম মেনে চলার শর্তে নকশা জমা দেন। পরবর্তীতে তারা যদি সেই নকশা না মানেন, তবে এর জন্য জরিমানা বা শাস্তির দায়ভার বাড়িওয়ালাদেরই নিতে হবে, এর দায় রাজউকের নয়।’
ডিবিসি/এনএসএফ