বাংলাদেশ, জাতীয়

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪৩ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে মৃত্যের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঢাকায় চারজন, ভূমিকম্পে কেন্দ্রস্থল নরসিংদীতে পাঁচ জন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত সাড়ে চারশয়েরও বেশি মানুষ আহত হওয়ার খবর পেয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জানানো হয়েছে।

 

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে প্রথমে ভূকম্পন অনুভূত হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন