প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার (২৪শে নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভূমিকম্পের ঝুঁকি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন এবং দ্রুত কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই জরুরি আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, বৈঠকের আগে শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) মাত্র ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও এর আশপাশের অঞ্চলে চার দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে ছিল ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
শুক্রবারের এই ভূমিকম্পে নরসিংদীতে (উৎপত্তিস্থলে) বাবা-ছেলেসহ পাঁচজন এবং ঢাকায় চারজনসহ মোট নয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়াও নারায়ণগঞ্জে এক শিশুর মৃত্যু হয়। এই জেলাগুলোতে সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন।
ডিবিসি/এফএইচআর