ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জরুরি উদ্ধার তৎপরতা সমন্বয়ের জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে।
শুক্রবার (২১শে নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে গণমাধ্যমে পাঠানো জেলা প্রশাসক মো. রেজাউল করিমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মো. রেজাউল করিম দুর্ঘটনা সম্পর্কিত যেকোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছেন: মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮, ফোন (নিয়ন্ত্রণ কক্ষ): ০২-৪১০৫১০৬৫।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমিকম্পের পরপরই দ্রুত জরুরি ভিত্তিতে এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/এসএফএল