কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মেয়ে আইনুন নাহার আনিতা(২৬) কে হত্যার অভিযোগে বাবা মোঃ আমির হোসেন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মা মোছা: তাসলিমা খাতুন বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
গতকাল ১৪ই জুলাই (সোমবার) দুপুরের পর গ্রেফতারকৃত আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দী ধারণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এলাকাবাসী ও ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সাথে পারিবারিক কলহের জের ধরে বিগত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকতো। কিন্তু হঠাৎ করে আনিতা গত ১২ ই জুলাই মহিনের সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেয়। এতেই চরম ক্ষিপ্ত হয়ে ওঠে আমির হোসেন। রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে বসতবাড়ির শয়নকক্ষে সুকৌশলে হত্যা করেন। পরবর্তীতে মেয়ের মা মোছা: তাসলিমা খাতুন বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমির হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মোছা: তাসলিমা খাতুন বলেন, আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিব নামাজের ঠিক পূর্ব মুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না প্যাচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার উপরে পড়ে আছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আবদুল রব তালুকদার বলেন,আমির হোসেন ব্যাপারীকে তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
ডিবিসি/জেআরওয়াই