শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করতে ভেনিজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে গুরুতর আহত হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। দেশ থেকে পালানোর সময় মেরুদণ্ড ভেঙে গেছে তাঁর।
সোমবার (১৫ই ডিসেম্বর) মাচাদোর একজন মুখপাত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। নরওয়ের গণমাধ্যম আফটেনপোস্টেনের বরাতে জানা যায়, অসলোতে পৌঁছানোর পর চিকিৎসকরা মাচাদোর শারীরিক পরীক্ষা করেন এবং তাঁর মেরুদণ্ডের হাড়ে ফাটল শনাক্ত করেন।
গত সপ্তাহে খারাপ আবহাওয়ার মধ্যে ছোট নৌকায় করে ভেনিজুয়েলা ত্যাগের সময় তিনি এই চোট পান। মাচাদোর ওপর ভেনিজুয়েলা সরকারের ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘ এক বছর আত্মগোপনে থাকার পর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তিনি দেশ ছাড়েন।
প্রথমে নৌকায় ক্যারিবিয়ান দ্বীপ কুরাকাও এবং সেখান থেকে যুক্তরাষ্ট্র হয়ে ব্যক্তিগত বিমানে নরওয়েতে পৌঁছান তিনি। তবে বুধবারের মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সময়মতো উপস্থিত হতে পারেননি।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও মাচাদো ভেনিজুয়েলায় ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে শান্তিপূর্ণভাবে সরকারের ক্ষমতার পালাবদল নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।
ডিবিসি/এনএসএফ