ভেনেজুয়েলার উপকূল থেকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে।
ট্রাম্পের ঘোষণা ও মার্কিন পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাঙ্কার জব্দ করেছি। এটি একটি বিশাল ট্যাঙ্কার, সম্ভবত এযাবৎকালের সবচেয়ে বড়। জব্দ করা তেলের ভবিষ্যৎ কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয়, আমরা এটি রেখে দেব।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি এবং কোস্ট গার্ড মার্কিন সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করে। তিনি একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন, যেখানে দেখা যায় দুটি হেলিকপ্টার জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং সশস্ত্র ব্যক্তিরা রশি বেয়ে জাহাজে নামছে।
স্যাটেলাইট তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কারট্র্যাকার্স-এর মতে, এতে প্রায় ১১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ইরান ও ভেনেজুয়েলার তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এই ট্যাঙ্কারটির ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলার তীব্র প্রতিক্রিয়া এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে প্রকাশ্য চুরি এবং আন্তর্জাতিক দস্যুতা হিসেবে অভিহিত করেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তারা জাতীয় মর্যাদা, সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং আন্তর্জাতিক ফোরামে এই ঘটনার প্রতিবাদ জানাবে।
সামরিক প্রেক্ষাপট ও বাজার পরিস্থিতি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি বাড়ানোর পর এটিই কোনো তেলবাহী ট্যাঙ্কারের বিরুদ্ধে নেওয়া প্রথম বড় পদক্ষেপ। এর আগে মাদক চোরাচালান সন্দেহে বেশ কিছু জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, যা নিয়ে আইনি ও মানবাধিকার বিষয়ক প্রশ্ন উঠেছিল।
এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তেলের বাজারে প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচার এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয়েরই দাম কিছুটা বেড়ে যথাক্রমে ব্যারেল প্রতি ৬২.২১ ডলার এবং ৫৮.৪৬ ডলারে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র রয়টার্স
ডিবিসি/এমইউএ