কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকালে 'ভৈরবের সর্বস্তরের জনগণ' এর ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে ভৈরবকে জেলা হিসেবে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হয়নি। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এই প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
ডিবিসি/পিআরএএন