কিশোরগঞ্জের ভৈরবে অব্যাহত ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্র ও যুব সমাজ।
শনিবার (২রা আগস্ট) বিকেলে শতাধিক নেতাকর্মী ছিনতাই প্রতিরোধে পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানা ঘেরাও করে। তারা ভৈরবকে ছিনতাইমুক্ত করতে পুলিশকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন।
"ছিনতাই বিরোধী যুব সমাজ" এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আজহারুল ইসলাম রিদম, নূরে আলম নিলয়, মাওলানা শাহরিয়ার মোস্তাফায়ী, রিয়াদ ইসলাম এবং হান্নান আহমেদ হিমুসহ আরও অনেকে। বিক্ষোভ সমাবেশ শেষে তারা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে ভৈরব মডেল থানায় উপস্থিত হন। সেখানে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানির সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবির কথা জানান।
আজহারুল ইসলাম রিদম বলেন, "ভৈরবে আমরা কেউ নিরাপদে নেই। আজ সকালেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিদিন কোথাও না কোথাও মানুষ সর্বস্বান্ত হচ্ছে। ভৈরব থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ। আমরা আজ পুলিশের জন্য শাড়ি-চুড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু তাদের দেইনি। দুই দিনের আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে ভৈরবকে ছিনতাইমুক্ত করতে না পারলে আমরা থানার প্রতিটি পুলিশ সদস্যকে এই শাড়ি-চুড়ি উপহার দিয়ে যাব।"
নূরে আলম নিলয় জানান, গত কয়েক মাসে এটি তাদের অষ্টম ছিনতাইবিরোধী বিক্ষোভ। তিনি বলেন, "ভৈরবে ছিনতাই ভয়াবহ রূপ নিয়েছে। আমরা আর কোনো বিক্ষোভ সমাবেশ করতে চাই না। প্রশাসন যদি ছিনতাই নির্মূল করতে না পারে, তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধেই কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।"
এই প্রতিবাদের নেপথ্যে ছিল শনিবার ভোরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনা। অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে ভোর পৌনে ৬টার দিকে পৌর কবরস্থানের সামনে এক পরিবার ছিনতাইকারীর কবলে পড়ে। ছয় সদস্যের একটি ছিনতাইকারী চক্র তাদের ধারালো অস্ত্রের মুখে আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী ফারদিন খান এ বিষয়ে সকালে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করে বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তোলেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ভৈরবের ছাত্র ও যুব সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারই জেরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে ভৈরব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, "আজ সকালের ছিনতাইয়ের ঘটনায় নাঈম মিয়া (২৩) নামে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নাইমের দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।" ছাত্র ও যুব সমাজের থানা ঘেরাওয়ের বিষয়টিকে তিনি দুঃখজনক বলে আখ্যায়িত করেন এবং দ্রুততম সময়ের মধ্যে ভৈরবকে ছিনতাইমুক্ত করার আশ্বাস দেন।
তবে পুলিশ আরও জানায়, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও, এক সপ্তাহের মধ্যেই তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
ডিবিসি/আরএসএল