বাংলাদেশ, জেলার সংবাদ

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ভৈরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব বাজার জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ভৈরব বাজার জংশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জংশন থেকে মাত্র ১৫০ মিটার দূরে যাওয়ার পরই ইঞ্জিনের পরের চতুর্থ কোচের বগিটি লাইন থেকে পড়ে যায়। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ফলে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইনই অবরুদ্ধ হয়ে পড়ে।

 

কর্তৃপক্ষ জানায়, রাত ৩টা থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

এদিকে, লাইনচ্যুত বগি উদ্ধারে মঙ্গলবার সকাল ৭টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। 

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন