বাংলাদেশ, জেলার সংবাদ

ভৈরবে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

ভৈরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই ডিসেম্বর ২০২৫ ০৯:৩৩:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হারুন মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

 

নিহত হারুন মিয়া ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের মৃত জয়ধর মিয়ার ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হারুন মিয়ার শরীরের ৭০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ সন্ধ্যায় তিনি মারা যান।

 

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের মেঘনা বাজার এলাকার একটি হোটেলে গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের দোকান ও বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় হারুন মিয়াসহ মোট ১৯ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন