বাংলাদেশ, অর্থনীতি

ভোজ্যতেলের বাজারে সরকারের নিয়ন্ত্রণ কম, বলছে ক্যাব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৫ই অক্টোবর ২০২৫ ০৪:৫৩:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যবসায়ীদের ইচ্ছামাফিক দেশে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, ভোজ্যতেলের বাজারে সরকারের নিয়ন্ত্রণ কম এবং দাম বাড়ানোর প্রক্রিয়াটি অস্বচ্ছ। ব্যবসায়ীরা সরকারের অনুমোদন ছাড়াই দাম বাড়ানোর ঘোষণা দিলেও বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, সরকার নতুন করে দাম বাড়ানোর কোনো প্রস্তাব অনুমোদন করেনি।

সোমবার (১৩ই অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়, যেখানে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির প্রস্তাব করেন। বৈঠকের পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ৬ টাকা, খোলা তেলে ৮ টাকা এবং পাম তেলে ১৩ টাকা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করা হয়েছে।

 

তবে মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকার নতুন করে তেলের দাম বাড়ায়নি। এদিকে, বাজার ঘুরে দেখা গেছে, অনেক জায়গায় আগের দামে তেল বিক্রি হলেও কিছু দোকানে বাড়তি দাম রাখা হচ্ছে।

 

ক্যাব-এর সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, রাজনৈতিক পটপরিবর্তন হলেও সরকারকে পাশ কাটিয়ে তেলে দাম বাড়ানোর প্রবণতা রয়েই গেছে। তিনি দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রক্রিয়াকে অস্বচ্ছ বলেও মন্তব্য করেন।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন