বাংলাদেশ

ভোটের মাঠে দৃশ্যমান ৫টি জোট, আসন নিয়ে মিত্রদের ক্ষোভ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই ডিসেম্বর ২০২৫ ০৯:৪২:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে পাঁচটি প্রধান নির্বাচনি জোট দৃশ্যমান হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোট, জামায়াতে ইসলামীর সমঝোতা, গণতান্ত্রিক সংস্কার জোট, বামপন্থি গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং জাতীয় পার্টির এনডিএফ এই পাঁচ বলয়ে চলছে ভোটের হিসাব-নিকাশ। তবে আসন বণ্টন নিয়ে শরিকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। কলেবর বাড়াতে এক জোট থেকে অন্য জোটে যাওয়া-আসার খেলাও চলছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শেষ পর্যন্ত এই জোটগুলো অটুট থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে ছোট দলগুলো অস্তিত্ব সংকটে পড়তে পারে এবং বড় দলের রাজনীতির জাঁতাকলে পিষ্ট হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শিগগিরই আসন বণ্টনের কথা জানালেও, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, জয়ের সম্ভাবনা আছে এমন প্রার্থীদেরই তারা প্রাধান্য দেবেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন