রাজনীতি

ভোট ডাকাতির ষড়যন্ত্র শেষ হয়নি, সবাই সজাগ থাকুন: তারেক রহমান

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘ভোট ডাকাতির ষড়যন্ত্র শেষ হয়নি, সবাই সজাগ থাকুন।’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নওগাঁ জেলায় এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘একটি দলের ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। একটা পক্ষ তো দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু আরেকটি পক্ষ আছে; এই দুই পক্ষ আগে থেকেই তলে তলে একসঙ্গে ছিল। এরা বিভিন্ন সময় একসঙ্গেই কাজ করেছে।’

 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে তারেক রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকালে অর্থাৎ শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এরপর ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়াবেন। ভোটকেন্দ্র খুললেই ভোট দেওয়া শুরু করবেন।’

 

তিনি সতর্ক করে বলেন, ‘খেয়াল রাখবেন—যারা ষড়যন্ত্র করছে, এরা আবার ২০০৮ সালের মতো আরেকটি ছক কষছে। ওই যে তথাকথিত আমি-ডামি নির্বাচন, নিশিরাতের নির্বাচন—তখন আমরা দেখেছি, মানুষ লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না; অথচ ভেতরে সিল মারা চলছে। এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

 

ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছরে আপনাদের এলাকার কোনো উন্নতি হয়নি, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ঢাকা শহরসহ কয়েকটি শহরে কিছু বড় বড় ফ্লাইওভার ও দালান হয়েছে। মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। জেলা-উপজেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। ছাত্রছাত্রীদের লেখাপড়া নিশ্চিত করতে চাই। আমরা আমাদের মা-বোনদের স্বাবলম্বী করতে চাই এবং বেকার তরুণ-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা দেশের মানুষের জন্য এমন একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে চাই, যেখানে মানুষ নিরাপদে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে; রাতে নিরাপদে ঘরে ঘুমাতে পারবে।’

 

স্থানীয় বিএনপি প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‌'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নওগাঁসহ এই অঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালুর মাধ্যমে বছরে তিনটি ফসল উৎপাদন নিশ্চিত করেছিলেন। এই জনপদের মানুষের মূল পেশা কৃষি। কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে অনেক কাজ করেছেন। খাল খনন ও বৃক্ষরোপণের মাধ্যমে তিনি সবুজ বিপ্লব গড়ে তুলেছিলেন।

 

তিনি আরও বলেন, ‘নওগাঁয় ধানের পাশাপাশি শাকসবজি এবং আম উৎপাদন হয়। এসব উৎপাদনে কৃষকদের খরচ যাতে কম হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন