বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই আগস্ট ২০২৫ ০৮:০৪:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, প্রায়শই সরকারি কাজ শেষ করতে তার ভোর হয়ে যায়। তখন বাসায় খাওয়া-দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশিরভাগ সময় রাজধানীর তিনশ’ ফুট এলাকার নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান।

বৃহস্পতিবার (১৪ই আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর গ্রেপ্তারের পর এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম উঠে আসে। এই প্রসঙ্গেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন।

 

জানে আলমের ভিডিও বার্তা অনুযায়ী, চাঁদাবাজির ঘটনার দিন গুলশানের একটি নির্দিষ্ট স্থানে উপদেষ্টা সজীব ভূঁইয়ার সঙ্গে তার দেখা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ঘটনার দিন আমি ওই এলাকায় গিয়েছিলাম কি না, তা এই মুহূর্তে আমার মনে নেই।

 

পাশাপাশি, চাঁদাবাজির ঘটনার সিসিটিভি ফুটেজে হেলমেট পরিহিত যে ব্যক্তিকে দেখা গেছে, তিনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যেকোনো ব্যক্তিকে যদি আমার বলে দাবি করা হয়, তাহলে সেটি কতটা বিশ্বাসযোগ্য হবে?

 

চাঁদাবাজির এই ঘটনার সঙ্গে নিজের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জোরালোভাবে দাবি করেন সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমার মনে হয় না, এখন পর্যন্ত কেউ আমার সম্পৃক্ততার কোনো প্রমাণ দিতে পেরেছে। বরং যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেই জানে আলমকে একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে, যা তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে এবং এটি এখন পর্যন্ত যথেষ্ট বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে।

 

তিনি আরও যোগ করেন, এর সাথে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাকে হেয় প্রতিপন্ন করার একটি ষড়যন্ত্র।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন