ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংগীত শিল্পী আসিফ আলতাফ এবং সদস্যসচিব হেলাল উদ্দিনসহ ২৬ জন নেতাকর্মী জামিন পেয়েছেন।
রবিবার (২১শে ডিসেম্বর) দুপুরে ভোলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষে জামিনের শুনানি করেন ভোলা বারের সাবেক সভাপতি ছালাউদ্দিন হাওলাদার, বর্তমান সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেদ এবং অ্যাডভোকেট মো. ফয়সালসহ একদল জ্যেষ্ঠ আইনজীবী। আদালতের আদেশের পর আইনজীবী আমিরুল ইসলাম জানান, আদালত মামলার এজাহারভুক্ত ২৬ জন আসামির সবারই জামিন মঞ্জুর করেছেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের ছেলে আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুছ কমান্ডার, শাহজাহান বাদশার ছেলে হাসনাইন এবং ঝিলন খানসহ অন্যান্য নেতাকর্মী।
উল্লেখ্য, গত ১৭ই ডিসেম্বর ভেলুমিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জামায়াতে ইসলামীর ভেলুমিয়া বাজার শাখার সভাপতি মো. মোমেন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, একই ঘটনায় বিএনপির পক্ষ থেকে মিলন চৌধুরী বাদী হয়ে আব্দুল হান্নানকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন, যেখানে অজ্ঞাত আরও অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ডিবিসি/আরএসএল