জেলার সংবাদ

ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু; ক্লিনিকে ভাঙচুর

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলায় অস্ত্রোপচারের পর ভুল রক্ত পুশ করায় লামিয়া নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শহরের বন্ধন হেলথ কেয়ার নামের একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা।

নিহতের স্বজনদের অভিযোগ, ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ার ক্লিনিকে সিজারিয়ানের পর রোগীর রক্তের গ্রুপ যাচাই ও ক্রস ম্যাচিং না করেই তাকে ‘ও’ পজেটিভের পরিবর্তে ‘বি’ পজেটিভ রক্ত দেওয়া হয়। ভুল রক্ত পুশের পরপরই রোগীর খিঁচুনি শুরু হয় এবং অবস্থার অবনতি হলে তাকে বরিশালে রেফার্ড করা হয়।

 

সেখানে আইসিইউ ও লাইফ সাপোর্টে চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লামিয়ার মৃত্যু হয়। পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটে ভুল রক্ত পুশজনিত মৃত্যুর বিষয়টি উল্লেখ রয়েছে।

 

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ স্বজনরা ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ার ক্লিনিকে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন