বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলায় মসজিদের খতিব হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৫:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার চরনোয়াবাদে নিজ বাসায় ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক জনপ্রিয় মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষককে।

গতকাল শনিবার (৬ই সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের রাইস মিল সংলগ্ন তার নিজ বাড়িতে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের পুত্র। তিনি ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব এবং ঐতিহ্যবাহী ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন।

 

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ভোলা শহরে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত বিক্ষুব্ধ আলেম-ওলামা এবং স্থানীয় জনতা তিন দফায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলগুলো ভোলা সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে যুগীরঘোল হয়ে শহরের প্রাণকেন্দ্র কে-জাহান মার্কেটের সামনে এসে শেষ হয়। 

 

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আলেমরা এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা। 

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন